চট্টগ্রামে মাদক মামলায় সেলিম মিয়া নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সেলিম মিয়া সীতাকুণ্ড থানার ভাটিয়ারীর নেছার আহম্মদের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট ২৫ হাজার পিস ইয়াবা এবং অস্ত্রসহ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে অষ্টম বিজিবি ব্যাটালিয়ন চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তরের হাবিলদার মো.আবু তাহের সরকার বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন। তৎকালীন আকবর শাহ থানার উপপরিদর্শক ( এসআই) ফখরুল ইসলাম মাদক মামলা তদন্ত করে ২০১৭ সালের ২২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিডি প্রতিদিন/এএম