চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শামীম নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে নির্যাতনের অভিযোগে কারাগারের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা কারারক্ষী সবুজ দাশ এবং সুবেদার এমদাদ হোসেন।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। শামীমের স্ত্রী পারভিন আকতার হিরা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, শামীম নামে এক বন্দিকে নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার ও সুবেদারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন নির্যাতনের শিকার বন্দীর স্ত্রী পারভিন আকতার হিরা। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি’র পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন, ‘কারাগারে শামীম নামে কোনও বন্দিকে নির্যাতনের ঘটনা ঘটেনি।’
অভিযোগে বলা হয়- ২০০৪ সাল থেকে চট্টগ্রাম কারাগারে আছেন শামীম। প্রায় সময় শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুলাই পর্যন্ত কারাগারের ১৫ নম্বর ওয়ার্ডে কারা হাসপাতালে ছিলেন। অভিযুক্তরা কারা অভ্যন্তরে বিভিন্ন সময় বন্দিকে শারীরিকভাবে নাজেহাল ও মারধর করেন। সঠিক সময়ে খাবার না দেয়ার প্রতিবাদ করায় গত ১২ জুলাই জেলার তারিকুল কয়েদি শামীমকে বেধড়ক মারধর করেন।
বিডি প্রতিদিন/কালাম