স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে। স্বাধীনতার এই দিনটিকে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর করতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নানা কর্মসূচি।
জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মত আসল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয়েছে নান্দনিক বর্ণিল কর্মসূচি। বিকাল বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। এরপর সন্ধ্যা ৬টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বিজয়ের আতশবাজি ও লেজার শো করা হবে। দিবসের মূল কর্মসূচি শুরু হবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে। একই সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি জাতির জন্য অন্যতম স্মরণীয় দিন। তাই আমরা দিনটিকে অনন্যতায় সাজিয়ে স্মরণে রাখতে চাই। এ জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আমরা সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।
বিডি প্রতিদিন/এএম