চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানচাপায় নিহত হয়েছেন আরিফ হোসেন নামে এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার রাতে বন্দর থানাধীন গোসাইলডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।
বন্দর থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান আরিফের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরিফ ও তার বন্ধু সাঈদ হোসেন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষণা করেন। আহত সাঈদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম