স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। শনিবার বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের বিস্ময়কর উত্থানে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। কিন্তু একটি চক্র ঈর্ষান্বিত হয়ে নানা ধরণের ষড়যন্ত্রের জাল বুনছে। তারা কখনও সফল হবে না। এদের নির্মূল করার দৃঢ় প্রত্যয়ে সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশকে নিরাপদ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম