চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা মিঠাদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তোফায়েল আহমদের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর হোসেনের ছেলে সালাউদ্দিন (২৫)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১টার দিকে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মরদেহ দু’টির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর