চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে 'টানা পার্টি'র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সিএমপি’র অন্যতম শীর্ষ ছিনতাইকারী মো ইউসুফ ওরফে ইলিয়াছ এবং তার সহযোগী সুমন মিয়া। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে বিআরএসএম মোড় এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে তাদের তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ইলিয়াছ টানা পার্টির অন্যতম হোতা। তারা বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে।
ওসি বলেন, ইলিয়াছ ২০০৫ সাল থেকে চট্টগ্রাম মহানগরে ছিনতাই করে আসছে। ২০১৪ সালে নগরীর অন্যতম ছিনতাই চক্র হামকা নুর আলম গ্রুপে যোগাদান করে। ২০১৮ খুলশী থানার জাকির হোসেন রোডে এশিয়ান ওমেন্স ইউনির্ভাসিটির শিক্ষক বৃটিশ নাগরিক জুলিয়া ডেভিস’র ব্যাগ ছিনতাই করে ইলিয়াছ। ২০০৫ সাল থেকে বেশ কয়েকবার গ্রেফতার হন ইলিয়াছ।
বিডি প্রতিদিন/হিমেল