বাইরে স্টেশনারি দোকানের সাইনবোর্ড। কিন্তু ভেতরে চলে সকল প্রকার জাল সনদ তৈরির কাজ। জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ। সকল জাল সনদ মিলে মাত্র কয়েক মিনিটে।
অবশেষে ভয়ঙ্কর এই প্রতারক চক্রের অন্যতম হোতা জুনায়েদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল জানান, জুনায়েদ কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ভুয়া এনআইডি কার্ড, ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই