উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভেসে উঠলো আরও একটি মৃত ডলফিন।
সোমবার বিকাল তিনটার দিকে হালদা নদীর আকবরিয়া এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। তবে পঁচে যাওয়ায় ডলফিনটির মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এ নিয়ে হালদা নদীতে ৩৩টি মৃত ডলফিন ভেসে উঠল। এর আগে গত ২৪ অক্টোবর হালদা নদীর গড়দুয়ারা এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।
জানা যায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিনের অন্যতম ক্ষেত্র হালদা নদী। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এ নিয়ে হালদা নদীতে ৩৩টি ডলফিনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম