চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম আকতার হোসেন। রবিবার সকালে নগরীর খুলশী থানাধীন লালখানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া আকতার ওই এলাকার মো. আলীর ছেলে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘রবিবার সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ আকতার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম