চট্টগ্রামে বাস হেলপারকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। পাঁচ ঘণ্টা অবরোধের পর ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়। রবিবার সকাল থেকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
সিএমপি’র ট্রাফিক (উত্তর) জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীন বলেন, ‘শনিবার রাতে বাসের এক হেলপারকে সিএনজি টেক্সি চালকরা মারধর করে। এ ঘটনার প্রতিবাদে রবিবার পরিবহন শ্রমিকরা কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে। পরে আমরা মালিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করি।’
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ‘শনিবার রাতে এক হেলপারকে মারধর করে সিএনজি চালকরা। এসময় এক মহিলা যাত্রীকেও লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে আমাদের শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ শ্রমিকদের দাবি মেনে নিলে অবরোধ প্রত্যাহার করা হয়।’
বিডি প্রতিদিন/হিমেল