প্রধানমন্ত্রীর ঘোষণা ‘এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’, এই নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ডের কার্যালয় এবং আবাসিক এলাকার পতিত জমিতে শাক সবজির চাষ শুরু করা হয়েছে।
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে চা বোর্ডের সচিব মো. রুহুল আমিনের তত্ত্বাবধানে শীতকালীন সবজি চাষ শুরু করা হয়।
জানা যায়, চা বোর্ডের প্রধান কার্যালয়ের পাশাপাশি বোর্ডের অধীন চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, পঞ্চগড় অফিস, বান্দরবান অফিসকেও একই নির্দেশনাসহ চিঠি দেওয়া হয়েছে। চাষাবাদে শীতকালীন শাকসবজি বিশেষ করে লাল শাক, পালং শাক, টমেটো, ধনেপাতা ও কাঁচামরিচ ইত্যাদি লাগানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই