চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় মারা গেল ফায়জাতুন নুর (৯) নামে এক শিক্ষার্থী। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়জাতুন নুর খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পশ্চিম পোলমোগরা এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। ফায়জাতুন নুর মিরসরাই উপজেলার খেয়ারহাট এলাকার মো. নুরুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফায়জাতুন নুর রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হলেও প্রাইভেটকারটি চলে যায়।
পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল গণি বলেন, ফায়জাতুন নুরের বড় বোন মিরসরাই উপজেলা সদরের একটি বিদ্যালয়ে পড়ে। সকালে বোনের সঙ্গে সে বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে যায়। দুপুরে সেখান থেকে বড় একটি লেগুনায় তুলে দিলে নিজের বিদ্যালয়ের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় দুর্ঘটনাস্থলে মারা যায় সে।
বিডি প্রতিদিন/এমআই