চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ জানান, এবার এসএসসিতে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী ২৮ হাজার ৬০৭টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ২৩৮ জনের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ