চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির কর্মসূচিতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ বুঝে গেছে তাদের সময় শেষ, বিদায় নিতে হবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন গুম-খুনের রাজনীতিতে মেতে উঠেছে। হত্যা-নির্যাতন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করবেন না।
রবিবার দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে পঞ্চগড়ে গণমিছিলে গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরফিনের গায়েবানা জানাজা পূর্বক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার নিয়ে অনেকদিন ছিনিমিনি খেলছেন। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ জেগে উঠেছে। চট্টগ্রামের গণ মিছিলেই প্রমাণিত হয়েছে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগির, কাজী সালাহউদ্দীন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু তাহের জানাজায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই