চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবধৈভাবে বালু উত্তোলনের দায়ে মো. রাসেল নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
হাটহাজারী উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে প্রমাণসহ রাসেলকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে সে বালু উত্তোলন করলেও তার কাছে কোনো অনুমোদন নেই। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই