অগ্নিঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের প্রায় ১২শ দোকান। এসব দোকানে নেই কোনো ফায়ার লাইসেন্স। নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র। এতে করে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সোমবার অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক অভিযানে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জহুর হকার্স মার্কেটের বৈদ্যুতিক লাইনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কেট কমিটিকে ফায়ার সার্ভিস ও পিডিবি'র সাথে সমন্বয় করে আগামী সাত কার্যদিবসে অবিলম্বে বৈদ্যুতিক লাইনগুলোকে ঝুঁকিমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালে জহুর হকার্স মার্কেটে অগ্নি দুর্ঘটনা ঘটেছিলো। ঐ দুর্ঘটনার সুপারিশ মোতাবেক এখনো ওয়াটার রিজার্ভার নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মার্কেট কমিটিকে ফায়ার সার্ভিসের সুপারিশ মোতাবেক পিডিবি'র সহযোগিতায় অবিলম্বে বৈদ্যুতিক স্থাপন ও সংযোগগুলো ঝুঁকিমুক্ত করার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রে। এছাড়াও জহুর হকার্স মার্কেটের ফায়ার এসেম্বলি এরিয়াতে পার্কিং এরিয়া তৈরি করে পুরো মার্কেটকে ঝুঁকিপূর্ণ করার দায়ে জহুর হকার্স মার্কেট কমিটিকে জরিমানা করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের আরেক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে একটি হাসপাতালে ফায়ার সেফটি প্লান না থাকায় তাদেরকে দুই লাখ এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল