চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে দুইটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. হোসেন, মো. মনির উদ্দীন ও সন্তোষ দাশ।
মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকা থেকে তিনজনকে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে তারা যুক্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ