বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার গণসংবর্ধনা দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জানান, চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, গণসংবর্ধনায় আওয়ামী লীগের সকল থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবর্ধিত কেন্দ্রীয় নেতারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিডি-প্রতিদিন/বাজিত