চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরীর গোসাইলডাঙ্গা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল আলম বন্দর থানার তিন নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার মো. হারুনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে চট্টগ্রাম নগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলমকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এএম