নতুন বছরের শুরুতেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আন্দোলন-সংগ্রামের অন্যতম সূতিকাগার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন। এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজেই মাঠে প্রবেশ করে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।
ছয় দফার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মাঠে ফুটিয়ে তোলা হয়েছে ছয়দফা সহ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি স্মারক। টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। ধূসর বালি ময়দানকে মোড়ানো হয়েছে সবুজে সবুজে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকার প্রকল্পটি ২০২০ সালের কাজ শুরু হয়ে শেষ হয় ২০২১ সালে ১০ মার্চ। গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ২৯টি প্রকল্প উদ্বোধনের সময় পলোগ্রাউন্ড মাঠ থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এ লালদীঘির ময়দানের সংস্কার কাজও উদ্বোধন করেছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন