চট্টগ্রামের রাউজান উপজেলার গৃহবধূ রোকসানা আক্তারকে হত্যার দায়ে সোহেল (৩০) ও মোঃ জহির (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা দুইজনই এ মামলার এজাহারনামীয় আসামি।
গত সোমবার রাঙ্গুনিয়ার ইমামনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার জানান, তিন সন্তানের জননী রোকসানাকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। যৌতুক না পেয়ে তাঁকে হত্যা করা হয়। গত ১ ডিসেম্বর রাউজান থানা পুলিশ স্বামীর বসত ঘরের বাউন্ডারি থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। রোকসানার স্বামী আজমকে গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন