চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের উপর হামলার ঘটনায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন টিটুকে সকল ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার রাতে রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়াজনী ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, মাঈন উদ্দিন টিটু ও তার অনুসারীরা কোন প্রকার উস্কানি ছাড়াই মিরসরাই-উত্তর জেলা ও জোররগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তাই হামলায় ঘটনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতিমধ্যে অব্যাহতি আদেশটি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অব্যাহতির বিষয়ে জানতে জোরারগঞ্জ ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটুর ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, তিনি ঘটনার বিষয়টি শুনেছেন। বিস্তারিত খবর নিয়েছেন। আহতরা কিছুটা সুস্থ হয়ে উঠলে মামলা হতে পারে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম