চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ হাটহাজারী শাখার উদ্যোগে নিম্নবিত্ত পরিবারের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনের সভাপতি সৈয়দ জাফরেদুল আবেদীন নবাবের সভাপতিত্বে উপজেলার ফতেপুর কুলাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়নুল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন স্কুলের সভাপতি পার্থ সারথী পাল, প্রধান শিক্ষিকা তাহামিনা নুর, ফতেপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জগদীস রুদ্র, ইউপি সদস্য মো. বেলাল, বিবি ফাতেমা নারগিস, ছাত্রলীগ নেতা শিপন রুদ্র, ওয়াহিদুল ইসলাম রিয়াদ, নাইমুল হাসান রকিব, মো. ফয়সাল, নিজাম উদ্দিন রবিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল