ছাত্রলীগের প্রতিষ্ঠাবর্ষিকী পালনের জন্য কেক ফুল কিনতে চাঁদা তুলেছিলো চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগ। সবকিছুই ঠিকঠাক ছিলো। প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সকল প্রস্তুতিও চুড়ান্ত ছিলো। এমন সময় প্রবীণ আওয়ামী লীগ কর্মীর চিকিৎসায় অর্থ সংকটের কথা শুনে সেই টাকা তার হাতে তুলে দিয়েছেন সংগঠনটির নেতারা।
আওয়ামী লীগের সেই প্রবীণ কর্মী জানে আলম (৮০) গত ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেখতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে সবাইকে নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিলো। এরমধ্যে গতকাল রাতে আলম চাচার ছেলে জানায় তাদের প্রতিদিন ১২০০ টাকার ওষুধ লাগছে। চরম অর্থকষ্ট চলছে তাদের। হঠাৎ মাথায় এলো উনার জন্য কিছু করার। সবার সাথে আলাপ করে আপাতত কেক কেনার ৫ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নিই। টাকাটা খুবই সামান্য। কিন্তু উনাদের পরিবার খুব খুশি হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন। আমরা কেক ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।
রবিন জানান, জানে আলমের পায়ে দুইটি অপারেশন শেষ, আরও একটি অপারেশনের অপেক্ষায়। সামনে উনার আরো চিকিৎসা ব্যয় দরকার। তারা তাদের সাধ্যমতো তার পাশে থাকার চেষ্টা করবেন। একইসাথে সহযোগীতার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ