চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাতে ইউএনও পরিদর্শন করে তাকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, গত রবিবার পুকুর ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে রাতেই সরেজমিন পরিদর্শন করি। এসময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম