চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সান্টিং (ভিন্ন রুট থেকে প্রস্তুত করে রাখা ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য নিয়ে যাওয়া) করার সময় তিনি কাটা পড়েন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম