চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- শফিক আলম, হাবিবুল্লাহ মেজবাহ, আবু তাহের এবং শামসু নাহার। অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গত শুক্রবার সকালে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় র্যাব অভিযানটি পরিচালনা করলেও শনিবার দুপুরে তা গণমাধ্যমে অবহিত করে।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বাশঁখালী-আনোয়ার সড়ক হয়ে কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান আসছে এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শিকলবাহা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় চার ইয়াবা ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম