কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৪৫ বছর। মৃতদেহের গায়ে নীল রঙের ফুল হাতা গেঞ্জি এবং পরণে ছিল হাফ প্যান্ট। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম