গুজব-মিথ্যাচার বাকস্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার নগরের কদমতলী শুভপুর বাসস্ট্যান্ডেের মাঠে জামায়াত-বিএনপি'র নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বদলে যদি রাজপথে পেট্রোল বোমার আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশ ও জনগণের জানমালের ক্ষতি সাধন করা হয় তাহলে যুবলীগের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। তারা রাজপথে সমুচিত জবাব দিবে।
এদিন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহাবুবু হক মিয়া, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, শওকত আলী, আসিফ খান, আবদুল মালেক, জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন ও সালাউদ্দিন বাবর প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক