বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব যাওয়ার পথে এক আরসা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই আরসা নেতার নাম মোহাম্মদ আসাদুল্লাহ। যার বাংলাদেশী পাসপোর্ট নং AO-5570949। শুক্রবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী শরনার্থী শিবিরের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বিশেষ পুলিশ সুপার টিএম শাহীনুল ইসলাম বলেন, ‘সিএমপি’র গোয়েন্দা শাখা থেকে আমাদের কাছে খবর আসে এক রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে সৌদি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে জেদ্দা যাওয়ার সময় আসাদুল্লাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিএমপি’র গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে হত্যা মামলার এক আসামি রোহিঙ্গা সৌদি আরব পালাবে এমন তথ্য আমাদের কাছে আসে। বিষয়টি ইমিগ্রেশনকে অবহিত করি। পরে তারা ওই রোহিঙ্গাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, গ্রেফতার হওয়া আসাদুল্লাহ একটি হত্যা মামলার আসামি। ক্যাম্পে অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। যতটুকু জেনেছি আসাদুল্লাহ ক্যাম্পে নিজেকে আরসা সদস্য পরিচয় দিতেন।
বিডি প্রতিদিন/হিমেল