চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বটতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মকবুল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মকবুল আহমদ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। সকালে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম