চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ। সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ।
রবিবার দিবাগত রাত ৩টায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি হয়েছেন ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ এস এম বজলুর রশিদ। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৫ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/এমআই