চট্টগ্রামে অভিযান চালিয়ে ডাকাত দল ‘চাকমা রুবেল’ বাহিনীর সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- বাহিনীর প্রধান মো. রুবেল ওরফে চাকমা রুবেল, তার সহযোগী মো. আল আমিন, রমজান হোসেন রুবেল ওরফে দাইত্ত্যা রুবেল, শাহাদাত হোসেন বাবুল, মো. বাদশাহ, দ্বীন ইসলাম ওরফে মুন্না এবং মনির হোসেন।
অভিযানে তাদের কাছ থেকে ৭টি টিপ ছোড়া জব্দ করা হয়। সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের পাশ থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, সোমবার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানা হয়। অভিযানে চামক রুবেল গ্রুপ প্রধানসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, এ চক্রের সদস্যরা গভীর রাতে চলাচল করা বাসগুলোর ঘরমুখী যাত্রী এবং ভোরবেলার চলাচল করা বাসের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে। তারা নগরী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পাশপাশের কয়েকটি উপজেলায় সম্প্রাতিক সময়ে ডাকাতি করে।
বিডি প্রতিদিন/এএম