চট্টগ্রামে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শহর অংশের টোল বক্স এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে আবুল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। এসময় বাসে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুলাখালী এলাকার মরনগোলা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে যায় এবং একজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২-১৩ জন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পলাতক হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ নুরে আলম আশেক বলেন, বঙ্গবন্ধু টানেল এলাকায় বাস উল্টে আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিডি প্রতিদিন/এএম