বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৭টি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর আলকরণ এলাকার আশারাফুল হক (৩৫) ও বাকলিয়ার তুলাতুলি এলাকার এমরান উদ্দিন (২৪)।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন, টানেলের ভিতরে কার রেসিংয়ের ঘটনায় টানেল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে ৫ জন আদালত থেকে জামিন নিয়েছেন। অপর দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং ৭ গাড়ি জব্দ করা হয়েছে।
২৯ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কয়েকটি রেসিং কার নিয়ে টানেলে প্রবেশ করেন কয়েক যুবক। তারা ভেতরে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করেন। এসময় তারা রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ১ নভেম্বর টানেল কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/হিমেল