চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে নেজামুল হক (২৩) নামের এক পোশাক শ্রমিক।
শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নেজামুল হক পশ্চিম গোমদণ্ডী মাহাদার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, পুলিশ জানায়, নেজামুল কালুরঘাটের একটি প্রতিষ্ঠানে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে অভিমান করে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল