ভারতের কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশি পর্যটকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই ও রাউজান উপজেলায়।
নিহতদের মধ্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কোশলের (৪৯) বাড়ি মিরসরাই উপজেলায়। একই সংস্থার উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত (৩৮) ও ঠিকাদার মইনুদ্দিন চৌধুরীর (৪৭) বাড়ি যথাক্রমে রাউজানের কদলপুর ও বিনাজুরি গ্রামে।
অনিন্দ্য চুয়েটের এবং ইমন কুয়েটের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত মইনুদ্দিনের চাচা শ্বশুর রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, মইনুদ্দিন গণপূর্তের ঠিকাদার হিসেবে কাজ করে আসছিলেন। গত ৩ নভেম্বর অনিন্দ্য, ইমনের সাথে কাশ্মীরে বেডাতে যান মইনুদ্দিন। তারা সেখানে সাফিনা নামে একটি হাউসবোটে উঠেন। শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে অগ্নিকাণ্ডের খবর শুনে তারা নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছেন
উল্লেখ, কাশ্মীরের স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটের দিক ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির। আহত হয়েছে অন্তত সাতজন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত