চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও চন্দনাইশ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার টেকের দোকানের সামনে চাঁদের গাড়ির চাপায় তাইরিন তাবাসসুম তোহা (৯) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন শিক্ষার্থী।
তোহা ওই এলাকার হাফেজ জাহেদুল ইসলামের কন্যা। সে সুয়াবিল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, তিনজন শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে একজন মারা যায়। আহত একজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আরেকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, চন্দনাইশ উপজেলার বরমা কলেজের সামনে দ্রুতগতির সিএনজি অটোরিকশার ধাক্কায় নুর হোসেন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নুর হোসেন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা নিজাম উদ্দীন পাড়া এলাকার শাহ আলমের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। সকালে সাইকেলে ছোট ভাইকে বরমা রউলিবাগ মাদ্রাসায় দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ছাড়াও সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ১২ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
বিডি প্রতিদিন/এমআই