চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দীন রুমনকে গ্রেফতার করেছে র্যাব। জসিম উদ্দীন রুমন রাউজান উপজেলার ডোমখালী এলাকার মফজল আহম্মদের ছেলে। সোমবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার এ তথ্য জানান।
তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ রুমন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নগরের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই