চট্টগ্রাম নগরীতে ফ্লিম স্টাইলে জান্নাতুল নাঈম তাসনিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো শাকিল। বুধবার ভোরে জেলার সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় তাসনিয়াকে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, মঙ্গলবার নগরীর ইস্পানি জেটি রোডে মায়ের সামনে থেকে ফ্লিম স্টাইলে তাসনিয়াকে অপহরণ করে কয়েকজন যুবক। ঘটনার পর ওই শিক্ষার্থীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভিত্তিতে বুধবার ভোরে তাসনিয়াকে উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় শাকিলকে। এ সময় জব্দ করা হয় অপহরণের কাজে ব্যবহৃত সিএনজি টেক্সি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়- শাকিল দীর্ঘদিন করে তাসনিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে রাজি না হওয়ায় ইভটিজিং করে শাকিল ও তার সহযোগীরা। মঙ্গলবার তাকে অপহরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম