চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে ওয়াসা এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নোবেল চাকমা বলেন, দুষ্কৃতীকারীরা রাত ১০টা ৩৫ মিনিটে ওয়াসা এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা যাত্রীবাহী দুইটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ