দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে গতকাল দিনভর বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিপরীতে তফসিলকে স্বাগত জানিয়ে নগর ও উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও পঞ্চম দফার অবরোধের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সরকার পতনের একদফা দাবি, তফসিল ঘোষণা এবং বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগর ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বুধবার রাতে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ বিএনপি নেতারা।
এক বিবৃতিতে তারা বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে অশান্তির শত উস্কানির মুখেও বিএনপি শান্তিপূর্ণভাবে এক দফার আন্দোলন কর্মসূচি পালন করছে। কিন্তু আওয়ামী লীগ তাদের চিরকালের গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব বদলায়নি। বুধবার গভীর রাতে বিনা কারণে লালখান বাজার ও ওয়াসা থেকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী এসে নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের বাহিরে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে।’
তফসিলকে প্রত্যাখান করে ও অবরোধের সমর্থনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ষোলশহর এলাকায় মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। আগ্রাবাদ এক্সেস রোডে মিছিল করেছে ডবলমুরিং থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া আনোয়ারায় মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়ান হাট রেল লাইনের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। চন্দনাইশ বরকল এলাকায় মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অন্যদিকে তফসিলকে স্বাগত জানিয়ে ও হরতাল অবরোধের প্রতিবাদে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘দেশবিদেশী অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন। তথাকথিত আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাসে লিপ্ত জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’
উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়নের নেতৃত্বে তফসিলকে স্বাগত জানিয়ে করেরহাট এলাকায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আনন্দ মিছিল করেছে।
অবরোধের প্রতিবাদে যথারীতি নগরীর ১৯ স্পটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এসব স্পট পরিদর্শন করে বক্তব্য দিয়েছেন। নগরীর একে খান মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। এই যাত্রা গন্তব্যে পৌঁছার আগে থামবে না। যারা থামাবার অপচেষ্টা করবে তাদের চিরতরে থামিয়ে দেওয়া হবে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্বাচনে কে আসলো না আসলো সেটা বড় কথা নয়, নির্বাচন হবেই এবং নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হবে।’
এসময় নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমাল আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল