বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এসময় বন্দরে ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। বন্ধ থাকে পণ্য ওঠানামা। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূল এলাকা অতিক্রম করলে তা প্রত্যাহার করা হয়। পরে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বন্দরে অ্যালার্ট-৩ জারি করা হয়। এসময় জেটিতে থাকা জাহাজগুলোকে নিরাপদে চলে যেতে বলা হয়। শুক্রবার বিকেল ৪টায় অ্যালার্ট প্রত্যাহার করা হলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
জানা যায়, মিধিলি’র প্রভাবে বন্দরের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি পরিস্থিতি বিবেচনায় অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। বাতিল করা হয় বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুরি। বন্ধ করা হয় পণ্য হ্যান্ডলিং কার্যক্রম। বন্দরের বিভিন্ন জেটি থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে পাঠিয়ে দেয়া হয় গভীর সমুদ্রে। বিকেল চারটায় অ্যালার্ট প্রত্যাহার করা হলে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম।
বিডি প্রতিদিন/এএম