চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে আবদুল ওয়াহাব (৬০) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার উপজেলার পালিশ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল ওয়াহাব মগধারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির মৃত কালা মিয়ার সন্তান।
স্থানীয়রা জানায়, আবদুল ওয়াহাব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে পালিশ্যা বাজার এলাকায় একটি গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
সন্দ্বীপ উপজেলার ইউএনও সম্রাট খীসা বলেন, অতিরিক্ত বাতাসের কারণে একটি গাছের ডাল ভেঙে আবদুল ওয়াহাবের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএম