চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার একটি নালা থেকে কামরুল আনোয়ার ববি (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ববি দামপাড়া এলাকার মৃত শামসুল আনোয়ারের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে দামপাড়ার বাড়িতে একা থাকতেন। তিনি নিজেই ঘরবাড়ি দেখাশোনা করতেন। ডিসের ক্যাবলের সংযোগ দেখা কিংবা কোনো প্রয়োজনে ছাদে যেতেন। ধারণা করা হচ্ছে- ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম