চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরের পানির ঝোপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আখতার নোয়াখালীর মাইজদি থানার করিমপুরের বাসিন্দা। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। সীতাকুণ্ড এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, শনিবার সকালে ইমামনগর এলাকার একটি পুকুরের শেওলার মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পুলিশের একাধিক টিম আখতারের মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যে আলামত সংগ্রহ করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের কাজও চলমান রয়েছে।
আখতারের স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, গত বুধবার সকালে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার স্বামীর মোবাইল বন্ধ ছিল। আত্মীয় স্বজন ও চাকরির স্থানে খবর নিয়েও তার সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় জিডি করেন আখতারের স্ত্রী। দুপুরে অর্ধগলিত মরদেহে পড়ে আছে শুনে, ঘটনাস্থলে গিয়ে কাপড় দেখে আখতারের লাশ শনাক্ত করেন তার স্ত্রী।
বিডি প্রতিদিন/এএম