চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে কুমিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌপুলিশের ওসি মোহাম্মদ নাছির বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে কুমিরার উপকূলীয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১৮-২০ এর মতো হতে পারে। লাশটি সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম