চট্টগ্রামে আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে দুই শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। নগরীর পাহাড়তলীর পিএইচ আমীন একাডেমি স্কুলের দুই শিক্ষকের সাথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ শিক্ষকদের।
ভুক্তভোগী শিক্ষক মো. আলমগীর বলেন, আইসিটি প্রশিক্ষণ নিয়েছিলাম। প্রশিক্ষণের পর আমাদের সম্মানি ভাতা বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তাই প্রধান শিক্ষককে আমরা এটিএম কার্ড ও ব্যাংক হিসাব নম্বর দিয়েছি। পরে আমার দুইটি ব্যাংক হিসাব থেকে প্রায় ৬০ হাজার টাকা এবং অপর শিক্ষক আবুল খায়ের থেকে সাড়ে ১০ হাজার টাকা তুলে নিয়েছে। প্রধান শিক্ষকের মাধ্যমে গত ৯ তারিখ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না।
পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি বিষয়টি সম্পর্কে আমি জানি না। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু হরতাল অবরোধের কারণে আমাদের ব্যস্ততা বেড়েছে তাই হয় তো একটু সময় লাগছে।
জানা যায়, নগরীর পাহাড়তলীর পিএইচ আমীন একাডেমী স্কুলের দুই শিক্ষক আইসিটি প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের সম্মানি ভাতা স্কুলে পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানান। এরপর গত ৮ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. নেওয়াজের কাছে এক ব্যক্তি ফোন করে নিজেকে আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের সম্মানি ভাতা প্রদানের কথা বলে তাদের ব্যাংক হিসাব নম্বর ও এটিএম কার্ডের নম্বর চায়। তাৎক্ষণিক তিনি প্রশিক্ষণে যাওয়া দুই শিক্ষক মো. আলমগীর ও আবু জাফরের একাউন্ট নম্বর ও এটিএম কার্ডের নম্বর দেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের ব্যাংক হিসাব থেকে ৬৩ হাজার টাকা উত্তোলনের মেসেজ আসে। পরে তারা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে ওই নাম্বারে কল দিলেও তা কেউ রিসিভ করেনি। পরে তারা বুঝতে পারেন তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল