চট্টগ্রামে পটিয়া উপজেলার আশিয়া বাংলাবাজার এলাকায় টাকা পয়সা ও পূর্ব শত্রুতার জেরে রাকিবুল হাসান হৃদয় (২২) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাকিবুল হাসান হৃদয় মেলঘর এলাকার মো. কবিরের ছেলে। তিনি নগরের সদরঘাট এলাকায় দৈনিক ভিত্তিক কাজ করতেন।
হৃদয়ের মামা মামুন বলেন, আশিয়া বাংলাবাজার এলাকায় আমার ভাগ্নেকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। মারধর করে তারা হৃদয়কে ফেলে চলে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তাদের সঙ্গে হৃদয়ের টাকা-পয়সার লেনদেন ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, টাকা পয়সা ও পূর্ব শত্রুতার জেরে হৃদয়কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই